অধ্যক্ষ নজরুল ইসলামের কবরে চরফ্যাসন প্রেসক্লাবের পুস্পার্পণ
- প্রকাশের সয়ম :
শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
-
৭৬
বার দেখা হয়েছে

এআর সোহেব চৌধুরী চরফ্যাশন (ভোলা) থেকে।। উপকূল জনপদের আলোকিত মানুষ চরফ্যাশন ও মনপুরার সাবেক সংসদ সদস্য মরহুম মিয়া মোহাম্মদ নজরুল ইসলাম স্যারের ২৯তম মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত ও বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন করেছে চরফ্যাশন প্রেসক্লাব।
১৭সেপ্টেম্বর মরহুমের ২৯ বছর প্রয়ান দিবস। এ দিনে সকাল থেকে বিভিন্ন সংগঠন ফুল দিয়ে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন করছেন।
নজরুল ইসলাম তাঁর জীবদ্দশায় এই জনপদে সাপ্তাহিক “উপকূল”নামে ভোলার প্রথম গণমানুষের মুখপাত্র হিসেবে একটি পত্রিকা প্রকাশনা করেন করেন । তৎকালীন সময়ে স্থানীয়ভাবে উপকূল পত্রিকার মাধ্যমে লেখালেখি করে সংবাদকর্মিরা আত্ম পরিচিতি লাভ করে। তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধাস্বরুপ গণমাধ্যমকর্মিরা তাঁর কবরে ফুল দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে।
চরফ্যাসন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহম্মেদ শুভ্র’র নেতৃত্বে সাংবাদিকরা সকাল ৯টায় চরফ্যাসন সরকারি কলেজ প্রাঙ্গণে চিরনিদ্রায় শায়িত গণমানুষের নেতা পাললিক মৃত্তিকার সন্তান আলোকিত মানুষ সকলের প্রিয়ভাজন অধ্যক্ষ মিয়া মোহাম্মদ নজরুল ইসলামের কবরে ফুল দিয়ে এ শ্রদ্ধা জানায়।
১৯৯২ সালের ১৭সেপ্টেম্বর হৃদ ক্রিয়া বন্ধ হয়ে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
Please Share This Post in Your Social Media