এআর সোহেব চৌধুরী চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।। বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে চরফ্যাশনে হাত ধোয়ার কর্মসূচী পালিত হয়েছে।
সোমবার (২৫অক্টোবর) বেলা সাড়ে ১১টায় একটি বেসরকারি উন্নয়ন সংস্থার সহযোগিতায় পরিবেশ উন্নয়ন ফোরাম দুলারহাট ও দক্ষিন আইচা শাখার যৌথ আয়োজনে চরফ্যাশন জ্যাকব টাওয়ারে অস্থায়ী ভেসিনে এ হাত ধোয়ার কর্মসূচী পালিত হয়। পরে গণ সচেতনতায় পৌর শহরে একটি র্যালী বের হয়। র্যালী শেষে পথসভার মাধ্যমে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।এসময় হাত ধোয়া কর্মসূচীতে অংশ নেন বিভিন্ন এলাকা থেকে আগত অংশগ্রহনকারিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চরফ্যাশন পৌরসভার মেয়র মোঃ মোরশেদ হাত ধোয়ার মাধ্যমে কর্মসূচীর শুভ উদ্বোধন করেন। মেয়র বিভিন্ন রোগ থেকে বাঁচতে জনসাধারণকে সঠিক নিয়মে হাত ধোয়ার নিয়মাবলী সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিন্নাগড় ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হোসেনসহ আরও অনেকে।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম