স্রষ্টার এলহাম: লেখক মফিজুল ইসলাম,পিপিএম
হাসতেও মানা কাঁদতেও মানা
দাস ও গোলাম বলে
বিচিত্র কিছু দৃশ্য দেখে
না হাসিলে কি চলে।।
হাসতে কেহ করোনা মানা
এটাই হবে, ছিল আগেই জানা
ইসলাম বিদ্বেসি জল্পনা কল্পনা
টিকেনি কখনো
এটাই ছিল মানুষের মুখে আনাগোনা।।
কে দিয়েছে কর্তৃত্ব তোমায়
পুলিশকে মার লাথি
আর সেনা বাহিনীকে কর অপমান,
অবশেষে তোমার
নারী কেলেংকারীতেই
দাম্ভিকতার হলো অবসান।।
তোমার অবমাননা আর অপমানে
কেঁদেছে হজারো বিক্ষুব্ধ বাঙ্গালী
পাঠিয়েছেন এলহাম স্রষ্টা
মানবতার জননির নিকট
যিনি মজলুম জনতার কাঙ্গালী।।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু