১৬ এসে বললো: লেখক কুমকুম খাতুন
১৬ এসে বললো কানে নাও বিজয়ের ঘ্রাণ
বাংলা আমার জন্মভূমি বিজয় আমার প্রাণ।
আমি এলে তোমরা সব মুক্ত উদার মনে
শ্রদ্ধা ভরে স্মরণ করো প্রতি জনে জনে।
আমি এলেই সব জনতার উপচে পরে ভিড়
আমার জন্যই তোমরা সব পেয়েছো শান্তির নীড়।
১৬ আমি বিজয় আমি বাঙালির গর্ব
লক্ষ্য রেখো আমায় যেনো না করে কেউ খর্ব।
গর্ব করি সবার কাছে আমি বিজয় তাই
বাঙালিরাও গর্ব করে বিজয় নিয়ে ভাই।
বি.দ্র : আমার রক্তরাঙা সূর্যোদয় বই থেকে এই কবিতাটি পোস্ট করলাম, প্রকাশকাল – ২০১৮ একুশে বইমেলা।
অনেকেই এই কবিতাটি পোস্ট করছে কিন্তু লেখক কে তার নাম প্রকাশ করছে না, এতে খুব ব্যথিত হচ্ছি, যাই হোক এইটা বইয়ে প্রকাশেরও অনেক আগে লেখা..
আমাদেরবাংলাদেশ.কম/জা/রাজু