লা-ইয়ানির দৃষ্টান্ত: মফিজুল ইসলাম,পিপিএম
লা-ইয়ানি অর্থাৎ অনর্থক কথা
তা বলতে করছেন নিষেধ
তবুও বলি অযথা,
অন্যের পাপ গোপন করিলে
নিজের পাপকে গোপন রাখিবেন
আল্লাহ দিয়েছেন কথা।।
এই সমাজের অনর্থক কথায়
ভারি হয়েছে আকাশ
গোপন পাপকে প্রকাশ করে
দূষিত করছে বাতাস।।
আল্লাহ ইচ্ছে করলে ধরতে পারেন
সকল অন্যায় অবিচার
তা তিনি না করে দৃষ্টান্ত দেখান
ধরবেন তিনি শেষ বিচার।।
দৃষ্টান্ত দেখেও বেঁচে থাকে না
কালিমা লেপেছে অন্তর
নিষেধাজ্ঞার দেয়াল গেড়েছে
চারদিক নিরন্তর।।
আমাদেরবাংলাদেশ.কম/ জাহাঙ্গীর আলম