ঢাকা।। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষের তথ্য ও ছবি সংগ্রহ করতে গিয়ে হামলায় আহত হয়েছে ৪ সাংবাদিক। আহতরা হলেন—রাইজিংবিডির জেলা প্রতিনিধি মঈনুদ্দীন তালুকদার হিমেল, ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের ঠাকুরগাঁও প্রতিনিধি তানভীর হাসান তানু, নিউজবাংলার প্রতিনিধি সোহেল ও ঢাকামেইলের প্রতিনিধি মিলু।
শনিবার (২৯ জানুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার সেনুয়া ইউনিয়নে সাংবাদিকদের ওপর এ হামলা হয়।
শনিবার (২৯ জানুয়ারি) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নবেল কুমার সিংহ ও স্বতন্ত্র প্রার্থী মতিউর রহমান মতির সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলাকালে তথ্য সংগ্রহ ও ছবি তুলতে যান সাংবাদিকরা। তখন নবেল কুমার সিংহের সমর্থকরা সাংবাদিকদের ওপর হামলা চালান। পরে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ আহত সাংবাদিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়েছেন।
উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি সেনুয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে।