অমিত কর্মকার,লোহাগাড়া।। লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ দু’মাদক বেপারীকে আটক করা হয়েছে। আটকরা হল লোহাগাড়া উপজেলার পদুয়া
আলী সিকদার পাড়ার মোস্তফিজুর রহমানের পুত্র মুহাম্মদ হানিফ (২২) ও কক্সবাজারের টেকনাফ উপজেলার পূর্ব মহেশখালীয়া পাড়ার নুরুল আলমের পুত্র নুরুল আবছার (১৯)।
গত ৯ এপ্রিল শনিবার রাতে তাদের আটক করা হয় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া উপজেলার চুনতি
ইউনিয়নের জাংগাইল্যা এলাকায়। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো: আতিকুর রহমান জানান, এসআই সমশুদ্দোহার নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম শহরমুখী বাসে তল্লাশী চালায়। তল্লাশীর সময় তাদের নিকট পাওয়া যায় ১হাজার ৮শ ইয়াবা। এব্যাপারে লোহাগাড়া থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত
মামলা রুজু করা হয়েছে।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম