জাহেদ হাসান।। কক্সবাজারের দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জের লিংকরোড বিট কাম চেক স্টেশন আওতাধীন দক্ষিণ মুহুরীপাড়ায় বনভূমি দখল করে স্হাপনা নির্মাণ কালে অভিযান চালিয়ে অবৈধ স্হাপনা উচ্ছেদ করেছে বন বিভাগ।
সোমবার (২৭জুন)সকাল ১০টায় লিংকরোড বিট কর্মকর্তা মোহাম্মদ সোহেল এর নেতৃত্বে এঅভিযান পরিচালনা করা হয়।অভিযানে দখল হয়ে যাওয়া বনভূমি উদ্ধার করে দখলমুক্ত করা হয়েছে।
অভিযানে সহযোগীতা করেন লিংকরোড বিটের বন প্রহরী মোহাম্মদ ফরিদ ও শাহাদাৎ হোসেন ও সিপিজি সদস্যরা।
লিংকরোড বিট কর্মকর্তা মোহাম্মদ সোহেল বলেন, অবৈধভাবে বনভূমি দখলকারীদের ছাড় দেয়া হবে না,জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা গ্রহণ করা হবে।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম