১৫ ই আগষ্ট: ইশরাত মিতু
বাংলাদেশে জন্ম আমার
বাংলায় কথা বলি,
সাহায্য চাই আল্লাহর কাছে
যেন সৎ পথে চলি।
এই দেশেতে জন্মেছিল,
শেখ মুজিবুর রহমান।
যার উছিলায় বাংলাদেশ পেল
স্বাধীনতার সম্মান।
১৫ ই আগষ্ট খুব ভোরে
নৃশংস ভাবে হত্যা করে
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
চলে গেলেন পরপারে।
মরেও তুমি বেঁচে আছো,
সব বাঙালির অন্তরে ।
তোমার জন্য দোয়া করি
আমরা সবাই মন ভরে।