আমাদেরবাংলাদেশ ডেস্ক: ডিপার্টমেন্ট অফ নারকোটিক কন্ট্রোল (ডিএনসি) অভিযান চালিয়ে মাদকদ্রব্য সহ আট (০৮) জনকে আটক করেছে। রবিবার (১৩ অক্টোবর) সাভার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট ও এক (০১) কেজি গাঁজা সহ উক্ত ৮ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয় এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট অরবিন্দ বিশ্বাস এর নেতৃত্বে এবং সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ ও সাভার সার্কেলের পরিদর্শক নুসরাত জাহান ও সার্কেলের অন্যান্য সদস্যদের সার্বিক সহযোগিতায় সাভার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাভার মডেল থানাধীন বেদেপাড়া এলাকার কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী মোঃ যাদু মিয়া (৩৫) এর ভাড়াকৃত বসতঘর তল্লাশি করে ১০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
তবে অভিযান টের পেয়ে অল্পের জন্য যাদু পালিয়ে যায়। পরে তাকে পলাতক আসামি করে সাভার মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। এদিকে, বাড্ডা ভাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে এক (০১) কেজি গাঁজাসহ মোসাঃ পারভীন বেগম (৫০) কে হাতেনাতে গ্রেফতার করে সাভার মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়।অপরদিকে, ইয়াবা ও গাঁজা সংরক্ষণপূর্বক সেবনের অপরাধে মোঃ আকবর হোসেন ওরফে কালিয়া (২৫), মোঃ সাগর মন্ডল (৩৪), মোহাম্মদ (৩৯), ঋষিপাড়া এলাকা হতে কুসাই চদ্র সাহা (৪৮), মনোরনজন (৩২), জোড়পুল এলাকা হতে মাজেদুল (৪০), মোঃ ফরহাদ (৩৬) কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
পরে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই মোবাইল কোর্ট পরিচালনা করে মোঃ আকবর হোসেন ওরফে কালিয়া (২৫)কে ছয় (০৬) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০০ টাকা জরিমানা এবং অন্য আসামি মোঃ সাগর মন্ডল (৩৪), মোহাম্মদ (৩৯), কুসাই চদ্র সাহা (৪৮), মনোরঞ্জন (৩২), মাজেদুল (৪০), মোঃ ফরহাদ (৩৬) প্রত্যেককে এক (০১) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরন করেন।এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয় এর সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ জানান, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজকের (রবিবার) অভিযান পরিচালিত হয়েছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।