সাহিত্য ডেস্ক ।। তোমার অবহেলা আমাকে অনুপ্রাণিত করে-আমি নরম কাদামাটি থেকে কঠিন শিলাতে পরিণত হই।
যখন তুমি তুচ্ছতাচ্ছিল্য কর-আমি পাষাণ হয়ে যাই; যতটুকু পাষাণ হলে মনুষ্যত্বের গুণাবলী নষ্ট হয় না।
তোমার অবহেলায় যে কাজটি সাধারণত করতে পারতাম না-সে কাজও করি সুচারুরূপে।
আমি কোমলও হয়ে যাই– যখন আমি মহাবিল্পবী,বিদ্রোহী ও হিমালয় পর্বতের মতো থাকি
তখন তুমি হেসেই বলো বা রেগে বলো-আমি পাষাণ; আবেগ অনুভূতির ঠাঁই নেই আমার হৃদয়ে।
তোমার অবহেলায় আমি অখ্যাত গায়কও হয়েছি ;
হয়েছি বাচিকশিল্পী ও কবি-যখন তুমি বলো আমি পারিনা অন্যের মতো।
অকবির যতো কবিতা ডাস্ট বিনের ভেতরেই ঠিকানা খুঁজে নিতো তোমার অবহেলায় প্রকাশিত হলো এই তো।
আসলে প্রিয়জনের অবহেলা মাঝে মাঝে শ্রেষ্ঠ কিছু উপহার দেয়। তাই তুমি মাঝে মাঝে আমাকে অবহেলা করিও।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু