শার্শা প্রতিনিধি।। স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরের শার্শার কাশিপুরে বীরশ্রেষ্ঠ শেখ নূর মোহাম্মদের কবরে পুষ্পস্তবক অর্পণ গার্ড অফ অনার প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (২৬ মার্চ )মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল ৯ টার দিকে সীমান্তের কাশিপুরে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে বীরশ্রেষ্ঠ’র কবরে পুষ্পমাল্য অর্পণ,গার্ড অফ অনার,আলোচনা ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় স্থানীয় গণ্যমান্য ও তার পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। পরে বিকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পে স্থানীয় পর্যায়ে ২০০ গরীব ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর সেলিমুদ্দোজা জানান,বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের কবরে পুষ্পস্তবক অর্পণ,গার্ড অফ অনার ও তার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
আমাদেরবাংলাদেশ ডটকম/ শিরিন আলম