আনোয়ার সুলতান,(বিশেষ প্রতিনিধি) সুনামগঞ্জের শিশু তুহিন মিয়া হত্যাকান্ডের ঘটনায় জড়িত সকল হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তারসহ তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অমর একুশের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
মানববন্ধন অংশ নেয়া শিক্ষার্থীরা, দ্রুত এই হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান। পাশাপাশি দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে প্রশাসনের প্রতি আহবান জানান। একই সাথে তারা দেশে সকল হত্যাকান্ডেরও সুষ্ঠ বিচার দাবি জানান মানববন্ধন কর্মসূচি থেকে।