আমাদেরবাংলাদেশ ডেস্কঃ গবেষণার স্বীকৃতি আসবে জানতেন অভিজিৎ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, কিন্তু এত তাড়াতাড়ি নোবেল পেয়ে যাবেন ভাবতেই পারেননি তিনি।
তাই হয়তো খবরটা শুনে বিশ্বাসই করতে চাচ্ছিলেন না এই বাঙালি অর্থনীতিবিদ।
আনন্দবাজার পত্রিকা জানায়, ভোরবেলায় নোবেল পাওয়ার খবর শোনেন অভিজিৎ। কিন্তু এরপর ফের ঘুমিয়ে পড়েছিলেন তিনি।
নোবেল কমিটির কাছে সাড়ে চার মিনিটের একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন অভিজিৎ।
তিনি বলেন, ‘এত ভোরে ঘুম থেকে উঠতে অভ্যস্ত নই। মনে হলো, না ঘুমোলে শরীরে ওপর অত্যাচার করা হবে।’
তবে বেশিক্ষণ ঘুমাতে পারেননি অভিজিৎ। অভিনন্দন বার্তা জানিয়ে একের পর এক ফোন আসতে থাকে তার কাছে। ফলে অন্যদিনের মতো ঠিকঠাক ঘুমাতে পারেননি বলা চলে।
এই নোবেল বিজয়ী বলেন, ‘না! বেশি ক্ষণ ঘুমোতে পারিনি। একটা পর এটা ফোনকল আসছিল। প্রেস কনফারেন্স হওয়ার পর ভারতে আর ইউরোপে খবরটা ছড়িয়ে পড়েছিল। আমার আর কোনো উপায় ছিল না। ৪০ মিনিটের বিরতি পেয়েছিলাম, তাতেই খানিকটা ঘুমিয়ে নিয়েছিলাম।’
অর্থনীতিতে নোবেল পাওয়ার পর অভিজিতের প্রথম প্রতিক্রিয়া ছিল, এই পুরস্কার অপ্রত্যাশিত। অভিজিৎ মনে করেন, অর্থনীতির দুনিয়ায় তার থেকেও বেশি যোগ্য মানুষ রয়েছেন।
স্ত্রী এসথের ডুফলোর সঙ্গে নোবেল ভাগ করে নেওয়ার বিষয়টা বেশ উপভোগ করছেন তিনি। তার ভাষ্য, ‘গবেষণা থেকে এমআইটি-তে কাজ করা , এক ভাবে দেখতে গেলে, এটা যেন পরিবারের ভেতরের বিষয়।’