কেশবপুর (যশোর) প্রতিনিধি।। কেশবপুর এক স্কুল পড়ুয়া ছেলের কাছ থেকে টাকা,মোবাইল ও স্বর্নের আংটি ছিনতাই করেছে ছিনতাই চক্রের সদস্যরা ।
গত (১০ জুন) শনিবার সকালে উপজেলার সুফলাকাটি ইউনিয়নের কালিচরণপুর এক স্কুল ছাত্রের কাছ থেকে স্বর্নের আংটি,স্মার্টফোনও ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। উক্ত ঘটনায় ঐ ছলের মা চম্পা মন্ডল বাদি হয়ে ৩ জনকে আসামী করে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
পুলিশ সুত্রে জানা যায়,বাদী চম্পা মন্ডল তার নিজ কাজের জন্য যশোরে রওনা হলে প্রতিমধ্য তার ব্যাগে থাকা ৫০ হাজার টাকার কথা মনে পড়ে,তৎখানিক ভাবে তিনি তার স্কুল পড়ুয়া ছেলে ফাগুন (১৫)কে ডেকে টাকা গুলি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তার হাতে দিয়ে তিনি যশোরে চলে যায় চম্পা। কিন্তু চোখ এড়াতে পারিনি ছিনতাইকারী চক্রের সদস্যদের হাত থেকে। চম্পা মন্ডল ঐ দিন যশোর থেকে ফিরে নিজের ছেলে ও স্থানীয় লোকজনের কাছে বিষটি জানা জানি করে ৩ জনের নাম উল্লেখ করে কেশবপুর থানায় একটি অভিযোগ করেন।
অভিযুক্তরা হলেন কালিচরণপুর গ্রামের নিরঞ্জন সরকার এর ছেলে হাতুড়ি ডাক্তা্র নামধারী সুকান্ত সরকার (৩২) অশোক মন্ডলের ছেলে পার্থ মন্ডল(২২) ও সুভাষ মন্ডলের ছেলে সুরেশ মন্ডল(২৩)। উক্ত বিষয়ে চম্পা মন্ডল সাংবাদিকদের বলেন,অভিযোগ করার পর থেকে আমার পরিবার বর্তমান নিরাপত্তাহীনতায় ভুগছি। ঘটনা সত্যতা যাচাইয়ের জন্য অভিযুক্তদের কাছে বার বার ফোন দিলেও তারা কেউ ফোন রিছিপ করেনি।
উক্ত বিষয় কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মফিজুর রহমান বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।
আমাদেরবাংলাদেশ ডটকম/রাজু