নিজস্ব প্রতিবেদক।। নোয়াখালী শহরের বার্লিংটন মোড় এলাকায় বাসায় ঢুকে মা ও এসএসসি পরীক্ষার্থী মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার মো. আলতাফ হোসেন (২৮) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বুধবার (১৪ জুন) রাত্রে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস এম মোছলেহ উদ্দিন মিজান তাঁর জবানবন্দি রেকর্ড করেন।
পুলিশ জানায়,গ্রেপ্তার আলতাফ হোসেন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর মেহের গ্রামের মৃত আবুল কালামের ছেলে। তিনি ওমানপ্রবাসী ছিলেন। স্বীকারোক্তি দেওয়ার পর আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।
এর আগে আজ সকাল ১০টার দিকে শহরের বার্লিংটন মোড় এলাকায় বাসায় ঢুকে মা নুর নাহার বেগম (৪০) ও এসএসসি পরীক্ষার্থী মেয়ে ফাতেমা আজিম-কে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পরপরই স্থানীয় লোকজন সন্দেহভাজন হিসেবে আলতাফ-কে আটক করে পুলিশে দেন। তিনি প্রথম দিকে ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করলেও পরে স্বীকার করেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম আসামির আদালতে স্বীকারোক্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন,পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করার পর আলতাফ আদালতেও দোষ স্বীকার করে জবানবন্দি দিতে রাজি হন। সন্ধ্যায় তাঁকে আদালতে হাজির করা হলে তিনি ম্যাজিস্ট্রেটের কাছে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। জবানবন্দিতে আলতাফ ঘটনার পুরো বর্ণনা করে মা ও মেয়েকে হত্যার কথা স্বীকার করেন।
ওসি আরও বলেন, স্ত্রী ও মেয়েকে হত্যার ঘটনায় সন্ধ্যায় ফজলে আজিম ওরফে কচি বাদী হয়ে সুধারাম থানায় একটি হত্যা মামলা করেছেন। ওই মামলায় আলতাফকে গ্রেপ্তার দেখানো হয়েছে। নিহত মা ও মেয়ের লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আমাদেরবাংলাদেশ ডটকম/রাজু