শার্শা প্রতিনিধি।। শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লতা মিয়া (৬৩) নামে একজন ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
নিহত লতা মিয়া শার্শা উপজেলার নিজামপু ইউনিয়নে গাতিপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
সোমবার দুপুর ১টার সময় শার্শার বড় নিজামপুর গাতিপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বাড়ির বারান্দার টিনের সঙ্গে বৈদ্যুতিক তার স্পর্শে বিদ্যুতায়িত হয়। বারান্দার টিন নিচু হওয়ায় দুপুরে নিজের চালিত ইঞ্জিন ভ্যানে চার্জ দেয়ার সময় অসাবধানতা বশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাটিতে পড়ে যান। এসময় স্থানীয়রা উদ্ধার করে দ্রুত বুরুজ বাগান হাসপাতালে নেয়ার সময় পথেই তার মৃত্যু হয়।
আমাদেরবাংলাদেশ ডটকম/শিরিন আলম