নিজস্ব প্রতিবেদক ।। মালয়েশিয়া প্রবাসীকে লটারি পাওয়ার কথা বলে স্ত্রী কল্পনা আক্তারের মাধ্যমে মোবাইলে যোগাযোগ করে জ্বীনের বাদশা পরিচয় দিয়ে গত ১৫/০৮/২২ হতে ০১/০৯/২২ তারিখে বিভিন্ন সময়ে বিকাশের মাধ্যমে ৭,৪৪,৬০০ টাকা। হাতিয়ে নেওয়ার অভিযোগে তথ্য প্রযুক্তির সহায়তায় চক্রের এক সদস্য-কে আটক করছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২রা অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন যশোর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার,পিপিএম (বার) এসময় তিনি বলেন,গতকাল রবিবার রাত্রে ভোলা জেলার বোরহান উদ্দিন থানা এলাকায় অভিযান চালিয়ে ঔই থানা পুলিশের সহায়তায় প্রতারক চক্রের এক সদস্য-কে আটক করা হয়েছে।
আটককৃত আসামি হলেন (১) মোঃ মিরাজ (২৪), পিতা- ইয়াসিন পাটোয়ারী,গ্রাম-ফুলকাচিয়া,থানা- বোরহান উদ্দিন,জেলা-ভোলা।
যশোর জেলার ডিবি পুলিশের এস আই শেখ আবু হাসান ও এসআই নূর ইসলাম এর একটি চৌকষ টিম সঙ্গীয় ফোর্সসহ রবিবার রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা জেলার বোরহান উদ্দিন থানা পুলিশের সহায়তায় ঔই এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের এক সদস্য-কে আটক করা হয়েছে।
উক্ত বিষয়ে যশোর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার, পিপিএম (বার) এর কাছে জানতে চাইলে প্রতিদিনের কাগজ প্রতিবেদক-কে তিনি বলেন,জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার,বিপিএম (বার) পিপিএম স্যার এর নির্দেশে সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। এছাড়া আটক আসামির নামে ঝিকরগাছা থানা ১/১০/২৩ তারিখে এতধারা-৪০৬/৪২০/ ৩৪ পেনাল কোড রুজু হয়,মামলা নং-০১। এছাড়া নগদ ১,০০,০০০/= টাকা ও প্রতারনার কাজে ব্যবহৃত ২টা মোবাইল সেট উদ্ধার করা হয়।
আমাদেরবাংলাদেশ ডটকম /রাজু