জাহেদ হাসান।। উখিয়ায় অবৈধভাবে স্থাপিত করাতকল গুলো গিলে খাচ্ছে বনে গাছ। অনুমোদনহীন এসব করাতকলে প্রতিদিন ছিঁড়া হচ্ছে হাজার হাজার ফুট কাঠ।
বুধবার(৪ অক্টোবর) উখিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি সালেহ আহমদ এর নেতৃত্বে
রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়া আতুরা মার্কেট ও ঘোনারপাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী মো :শফিউল আলম ও সংশ্লিষ্ট বিটের বিট কর্মকর্তা সহ উখিয়া থানা পুলিশের দুটি স’মিল উচ্ছেদ ও বিপুলপরিমাণ কাঠ জব্দ করা হয়েছে।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন,”উখিয়া রেঞ্জের সদর বিটের এলাকায় অভিযান পরিচালনা করে দুটি স’মিল ও কাঠ জব্দ করে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সালেহ আহমদ। প্রাথমিকভাবে জানা যায়, সমিলের মালিক ফলিয়াপাড়া এলাকার শামসুল আলম, দেলোয়ার ও ছৈয়দ নুর। তথ্য উপাত্ত সংগ্রহ করে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।”
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমদ বলেন,” গোপন সংবাদের ভিত্তিতে রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে দুটি অবৈধ স’মিল উচ্ছেদ ও কাঠ জব্দ করা হয়। উপজেলার প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন তিনি।
আমাদেরবাংলাদেশ /ডটকম শিরিন আলম