মেহেদী হাসান সুমন, স্টাফ রিপোর্টার: যশোরের কেশবপুর উপজেলা ভোরের সাথীর উদ্যোগে বিশ্ব ডায়বেটিস দিবস-২০২৩ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভোরের সাথীর সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ-এর সভাপতিত্বে ও উপজেলা ভোরের সাথীর সাধারণ সম্পাদক শিক্ষক আব্দুল গফুরের পরিচালনায় পৌরসভা চত্ত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর সরকারী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভোরের সাথীর সাংগঠনিক সম্পাদক আশকুর রহমান, কোষাধ্যক্ষ প্রভাষক মুহাসিন আলম, সদস্য আব্দুর রউফ প্রমুখ।