নিজস্ব প্রতিবেদক।। জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব-এর ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হলো এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যায় আশুলিয়া বাইপাইল মন্ডল মার্কেটে আমাদেরবাংলাদশ ডটকমে কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোঃ জাহাঙ্গীর আলম স্বপনের সভাপতিত্বে ও সংগঠনের কেন্ত্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের মহাসচিব আওরঙ্গজেব কামাল।
বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ইমরান হোসেন, নিজস্ব, প্রতিবেদক: জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব-এর ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যায় আশুলিয়া বাইপাইল মন্ডল মার্কেটে আমাদেরবাংলাদশ. ডটকম কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোঃ জাহাঙ্গীর আলম স্বপনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের মহাসচিব আওরঙ্গজেব কামাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক কে এম মোহাম্মদ রিজভী।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন,স্বাধীন সাংবাদিকতা বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। সকল সাংবাদিকদের যৌথ প্রচেষ্টায় অবশ্যই সাংবাদিকতার মান বিকাশিত হবে।
বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব সাংবাদিকদের মান উন্নয়নের জন্য সব সময় কাজ করেন। আমি ক্লাবের মঙ্গল কামনা করি।
বিশেষ অতিথি বক্তব্যর শুরুতে সংগঠনের মহাসচিবের পিতার রুহের মাগফিরাত কামনা করে বলেন, আমরা দেশের স্বার্থে এবং সাংবাদিকদের কল্যাণে সব সময় কাজ করে যাচ্ছি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ সোহেল রানা, মোঃ আজাহার আলী, আশুলিয়া থানা কমিটির আহবায়ক হযরত নুর ইসলাম আল কাদরী, সদস্য সচিব মোঃ মনির হোসেন বিশ্বাস, সাংবাদিক শামসুর আলম মামুন, মোঃ সাঈদ, মোঃ ফজলুর রহমান, মোঃ নাজমুল ইসলামসহ প্রমুখ।
এবিডি.কম/শিরিন আলম