ওবাইদুল ইসলাম,গাইবান্ধা।। “দয়ায় নয়, যোগ্যতায় বাঁচি” এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধায় বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের নিয়ে বিভিন্ন ধরনের খেলাধুলা আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার দিনভর গাইবান্ধা পৌর এলাকার পশ্চিম গোবিন্দপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে খেলাধুলার আয়োজন করা হয়। গাইবান্ধার একদল তরুণ তরুণী এসব খেলাধুলার আয়োজন করে। খেলাধুলার মধ্যে ছিলেন বিস্কিট দৌড়, বলিস খেলা,কানামাছি খেলা,চিত্রাঙ্কন প্রতিযোগিতা। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করেন আয়োজকরা। তারা জানান, অটিস্টিক শিশুরা সমাজের মূল ধারা শিশুদের চেয়ে আলাদা, সমাজের অনেক কিছু থেকেই তারা বঞ্চিত। তাই এসব অটিস্টিক শিশুদের সামান্যতম আনন্দ বিনোদন দিতেই তাদের এই আয়োজন। দিনভর এ আয়োজনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাইবান্ধা ইয়ুথ অর্গানাইজেশনের জিহাদ আকন্দ,আশফিকা জাহান আফি,এস এম মামুন,নাইমুর,আকুল,তৌহিদ,রেজওয়ান, রাকিব, ফয়সাল, আতিক, বৃষ্টি,অথৈ,সেহাব,হাসান,সাকু মিয়া,সাকিব,শিমুল, সজীব,সৌমিক,তামজীদ।
এবিডি.কম/শিরিন আলম