ওবাইদুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি।।আজ ৭ ডিসেম্বর বৃহস্পতিবার গাইবান্ধা হানাদার মুক্ত দিবস। এ দিনে কোম্পানী কমান্ডার মাহবুব এলাহী রঞ্জু (বীর প্রতীক) এর নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের একটি দল ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের কালাসোনার চর থেকে বালাসীঘাট হয়ে গাইবান্ধা শহরে প্রবেশ করে।
তাদের আগমনের সংবাদ পেয়ে গাইবান্ধা শহরের স্টেডিয়ামে অবস্থিত পাক হানাদার বাহিনীর সদস্যরা তল্পিতল্পা গুটিয়ে রংপুর ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে পালিয়ে যায়। এর আগের ওই দিন বিকেলে বাংলাদেশ-ভারতের যৌথ বাহিনীর বিমান গাইবান্ধা রেলষ্টেশনের উত্তর পাশে বোমা ফেলে। ৭ই ডিসেম্বর এই মহান দিনটিকে উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ গাইবান্ধা জেলা ইউনিটের উদোগে র্যালীও এক আলোচনা সভার আয়োজন করে।
হানাদার মুক্ত দিবস এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মাহামুদুল হক শাহজাদা । প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুশান্ত কুমার মাহাতো। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আল মামুন, আলোচনা সভায় বক্তব্য রাখেন কোম্পানী কমান্ডার মাহবুব এলাহী রঞ্জু বীর প্রতীক,বীর মুক্তিযোদ্ধা ওয়শিকুর ইকবাল মাজু, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর সহ বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতা স্বপক্ষের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ।
এবিডি.কম/শিরিন আলম