নিজস্ব সংবাদদাতা।। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ থেকেই প্রতীক নিয়ে প্রচার-প্রচারণায় মাঠে নামছেন প্রার্থীরা।
সোমবার (১৮ ডিসেম্বর) ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুহাম্মদ সাইফুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। আজ নির্বাচন কমিশন থেকে দ্বাদশ নির্বাচনে অংশ গ্রহণকারী স্বতন্ত্র পদ-প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলাম-কে ট্রাক প্রতিক দেয়া হয়েছে।
ট্রাক প্রতিক নিয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করছেন মুহাম্মদ সাইফুল ইসলাম। ঢাকা-১৯ আসন সাভার-আশুলিয়া নিয়ে গঠিত শিল্পাঞ্চল বিশিষ্ট এই আসনটি।
এবিডি.কম/ জাহাঙ্গীর