নয়ন আলী কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি।।গাজীপুরে কোনাবাড়ি মেট্রোপলিটন থানা ১০নং ওয়ার্ডের মেঘলাল পশ্চিমপাড়া এলাকায় তাহফিজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা প্রধান শিক্ষক ও রাসেল মাহমুদ জয়ের বিরুদ্ধে মিথ্যা নিউজ করে অর্থ দিবি করেন অনলাইন নিউজ পোর্টাল সাংবাদিক শিফাত মাহমুদ ফাহিম।
মেঘনা পশ্চিমপাড়া এলাকায় তাহফিজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার মাহফিলের দাওয়াতের কার্ড শিক্ষার্থীর বাড়িতে দিতে জান প্রধান শিক্ষক মোঃ সাইফুল বিন ইসহাক এরমধ্যে কয়েকজন সালমান চৌধুরী সুজনের বাহিনী সে বাড়ি থেকে সাইফুল বিন ইসহাককে ধরে নিয়ে এসে মারধোর করেন সে তাদের হাতে থেকে রক্ষা পাওয়ার জন্য রাসেল মাহমুদ জয়কে ফোন দিয়ে ডেকে নিলে তখন তাদের কাছে থেকে মাদ্রাসার প্রধান শিক্ষক সাইফুলকে নিয়ে যান।
সেই ক্ষোভে সালমান চৌধুরী সুজনের অনলাইনের সাংবাদিককে নিয়ে মাদ্রাসার প্রধান শিক্ষককে তার কাছে ডেকে নিয়ে বিভিন্নভাবে ভয়-ভীতি দেখিয়ে তাকে মিথ্যা কথা বলতে বলে যে রাসেল মাহমুদ জয়ের নামে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য কিন্তু সেই প্রধান শিক্ষক রাজি না হলে তাকে সেখান থেকে চলে যেতে বলে এবং সাংবাদিকদের কিছু টাকা দিয়ে মিথ্যা নিউজ প্রচারণা করেন। কারণ সুজনের সঙ্গে তাদের পারিবারিকভাবে ঝামেলা চলে বাড়ির যাওয়ার রাস্তা নিয়ে সেই ক্ষোভে রাসেল মাহমুদ জয় মাদকের ব্যবসা করে বলে এমন মিথ্যা নিউজ তৈরি করেন হয়রানি করার জন্য।
যখন নিউজটি ‘বাংলা নিউজ টিভি’ নামে একটি অনলাইন পোর্টাল থেকে প্রকাশ করা হয় তখন প্রধান শিক্ষক ফাহিম আহমেদ সিফাতকে কল দিয়ে বলে কেনো আপনি মিথ্যা নিউজটি করেছেন তখন প্রধান শিক্ষক সাইফুল ইসলামকে তার সাথে দেখা করার জন্য বলে। প্রধান শিক্ষক দেখা করতে যান সাভার আশুলিয়া এলাকায় সেখানে দেখা হলে সিফাত আহমেদ ফাহিম বলেন নিউজটি ডিলিট করতে হলে ৫০হাজার টাকা দাবি করেন সে সময় প্রধান শিক্ষক পঞ্চাশ হাজার টাকা রাজি না হলে ৩০হাজার টাকা দাবি করেন সেটাতেও রাজি না হলে ২০হাজার টাকা দিলে সে ডিলেট করবে এবং একটি সংশোধনীয় নিউজ করবে বলে তার কাছে থেকে ক্যাশ ১০হাজার ও বিকাশ থেকে দুইটি নাম্বার থেকে ৫হাজার করে ১০হাজার টাকা নেন। টাকা নেওয়ার পরে সিফাত আহমেদ ফাহিম আর ফোন রিসিভ করেন না। এবং সালমান চৌধুরী সুজন প্রধান শিক্ষক ও রাসেল মাহমুদ জয়কে বিভিন্ন ভাবে হ্যারেজমেন্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এলাকা বাসি ও মাদ্রাসার শিক্ষকরা বলেন রাসেল মাহমুদ জয় একজন ভালো মানুষ সে একটি ব্যবসা করেন এবং সে কখন কোন ধরণের খারাপ কাজের সাথে জরিত হয় না। কিন্তু সালমান চৌধুরী সুজন তার সাথে পারিবারিক ভাবে ঝামেলার কারণে তার সম্মান হানি ও হয়রানি করে যাচ্ছেন।
এবিডি.কম/শিরিন আলম