বজলু রহমান আশুলিয়া প্রতিনিধি।।আশুলিয়ার আওতাধীন কাশিমপুর ভুঁইয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে দেওয়া প্রায় ৫ শতাধিক আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে আশুলিয়া তিতাসগ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত কাশিমপুরের ভুইয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেন আশুলিয়া তিতাসগ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সামেয়।
এসময় তিনি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসাবে ওই এলাকায় অবৈধভাবে দেওয়া ৫ শতাধিক আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একটি প্রভাবশালী মহল নিম্নমানের পাইপ ও ফিটিংস ব্যবহার করে এসব সংযোগ দিয়েছিলেন। ফলে যে কোনসময় বড় ধরণের দুর্ঘটনা ঘটনার আশঙ্কা ছিল।
তিনি আরও বলেন, অভিযানে ৫ টি মূল পয়েন্টের সংযোগ বিচ্ছিন্ন করে সিলগালা করা হয়েছে। এসময় অবৈধভাবে বিতরণের ৩ কিলোমিটার এলাকাজুড়ে এই অভিযান পরিচালনা করে প্রায় ৫০০ টি বার্নার ও ১৫০ মিটার পাইপ অপসারণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, আশুলিয়া তিতাসগ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের
উপব্যবস্থাপক আনিসুজ্জামান, সাভার তিতাসগ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপব্যবস্থাপক সাকিব বিন আব্দুল হান্নান ও আশুলিয়া তিতাসগ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সহকারী প্রকৌশলী মোঃ আসোয়াত হোসেনসহ স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এবিডি.কম/শিরিন আলম