আসাদুজ্জামান সরদার ডুমুরিয়া প্রতিনিধি।। ডুমুরিয়া প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম। সাধারণ সম্পাদক শেখ মাহাতাব হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, নির্বাহী সদস্য ও সাবেক সভাপতি এম এ এরশাদ,সহ-সভাপতি আব্দুর রশীদ এলিন,যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির খান ডালিম,
এছাড়া ক্রীড়া সম্পাদক আব্দুর রশীদ বাচ্চু,দপ্তর সম্পাদক শেখ আব্দুল মজিদ,নির্বাহী সদস্য শেখ এনামুল বাসার টিটো,এস এম হাবিবুর রহমান, আশরাফুল আলম,গাজী আতিয়ার রহমান,মোক্তার হোসেন,আরিফুজ্জামান নয়ন, আক্তারুজ্জামান লিটন,জাহাঙ্গীর আলম মুকুল,এস কে বাপ্পিগাজী সোহেল,ফরিদুল ইসলাম খান প্রমুখ।
এ সভায় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালনে নানা কর্মসূচী গ্রহন করা হয়।পূর্বের নির্বাহী কমিটির সভায় ডুমুরিয়া উপজেলায় বিভিন্ন গনমাধ্যমে কর্মরত ৮ সাংবাদিক-কে দেওয়া সদস্যপদ এবং উক্ত সাধারণ সভায় উপস্থিত সকলের আলোচনার ভিত্তিতে আরও ৩ সাংবাদিক সহ মোট ১১ জন সাংবাদিক-কে সর্ব সম্মতিক্রমে সদস্যপদ প্রদান করা হয়। সভায় বার্ষিক আয়-ব্যয় উপস্থাপন করা হয়।
এবিডি-কম/শিরিন আলম