কেশবপুর নিউজ ক্লাবে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়
- প্রকাশের সয়ম :
রবিবার, ৩ মার্চ, ২০২৪
-
১০৩
বার দেখা হয়েছে

ইমরান হোসেন, নিজস্ব প্রতিবেদক: আসন্ন কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে ৪মে -২০২৪ এ উপলক্ষে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক কাজী মুজাহীদুল ইসলাম (পান্না) কেশবপুর নিউজ ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। শনিবার কেশবপুর নিউজ ক্লাব কার্যলয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী প্রভাষক কাজী মুজাহীদুল ইসলাম (পান্না) কেশবপুর উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কাজের অঙ্গীকার ব্যক্ত করে বক্তব্য দেন। তিনি বলেন, কেশবপুরে মাদক , সন্ত্রাসী , চাঁদাবাজি সহ সকল অপরাধ মূলক কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন ভাবে কাজ করব।
তিনি আরও বলেন, সাংবাদিকরা হলো সমাজের দর্পণ, আমি নির্বাচিত হলে কেশবপুরে সাংবাদিকদের বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনে আপোষহীন ভাবে কাজ করতে সকল প্রকার সহযোগিতা করবো এবং কেশবপুরকে একটি মডেল কেশবপুর উপজেলায় রূপান্তরিত করার জন্য কাজ করবো।
এ সময় কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক কাজী মুজাহীদুল ইসলাম (পান্না) এর সাথে উপস্থিত ছিলেন ২ নং সাগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ গাজীউর রহমান, কেশবপুর উপজেলা কৃষক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, সাগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের ১ নং ওয়ার্ডের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, ৯ নং ওয়ার্ডের সভাপতি মোঃ মোজাম সরদার, আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেন, আতিয়ার রহমান, উজ্জ্বল হরি, ২নং সাগরদাঁড়ি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি বুদ্ধদেব সরকার প্রমূখ।
Please Share This Post in Your Social Media