আসাদুর রহমান।। শার্শা ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস -২০২৪ উদযাপন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও নাভারণস্থ সকল শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে র্যালী,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সকালে বুরুজ বাগান উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার হতে এক বিশাল বিজয় র্যালী শহরের প্রানকেন্দ্র প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ করেন আয়োজকরা। পরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সর্বস্তরের মানুষ। উক্ত অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও নাভারণ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুরুজ বাগান ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ নাভারণ মহিলা আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলেয়া ফেরদৌস,নাভারন ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আব্দুর রউফ,বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম, বুরুজ বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক বিপ্লব কান্তি,রেলবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,রোজার মাধ্যমে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমান নাবারণ মহিলা আলী মাদ্রাসার সহকারী অধ্যাপক আলামিন মাহবুব।
এছাড়া সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাবারণ প্রেস ক্লাবের সভাপতি আমিনুর রহমান,শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক মোখলেসুর রহমান,সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা বৃন্দ ও ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এবিডি.কম/শিরিন আলম