নিজস্ব প্রতিবেদক ।। সাভার উপজেলার প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের পলাশবাড়ীর বাঁশবাড়ী এলাকায় বিনামূল্যে ৪ শত ছাগল-ভেড়ার পিপিআর রোগের টিকা দেওয়া হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) দুপুরে বিষয়টি বিষায়-টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: শওকত আলী। এসময় তিনি বলেন,ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের কর্মসূচির অংশ হিসেবে উপজেলার আশুলিয়া ধামসোনা ইউনিয়নের পলাশ বাড়ির বাঁশবাড়ি এলাকায় ৪শত ছাগল ও ভেড়া-কে টিকা দেওয়া হয়েছে।
এছাড়া ডা: মোতালেব বলেন-পিপিআর ছাগল ও ভেড়ার একটি মারাত্বক ভাইরাস জনিত ছোয়াচে রোগ। এই রোগে আক্রান্ত ছাগলের শতকরা ৬০ থেকে ৮০ ভাগ মারা যায়। প্রতিরোধ মূলক ব্যবস্থা হিসেবে টিকার বিকল্প নেই। ছাগলের বয়স ৪ মাস হলেই এই রোগের টিকা দেওয়া যায়।
পলাশবাড়ী গ্রামের খামারি মোল্লা বলেন,বর্ষার সময় ছাগলের পিপিআর রোগ বেশি দেখা দেয়। এই টিকা দিতে গ্রামের ডাক্তার ডাকলে ছাগল প্রতি ৫০- ৬০ টাকা দেওয়া লাগে। আবার ডাক্তার ডাকলে সময় মতো আসতে চায় না। ছাগলের জন্য বড় একটা রোগ পিপিআর। এ রোগের টিকা সময় মতো দিতে না পারলে ছাগল মারা যায়। ছাগলের এ টিকা দিতে অনেক হয়রানি ও অর্থ ব্যয় করতে হয়। অথচ আজ প্রাণিসম্পদ অফিস থেকে গ্রামের সবাইকে একত্রিত করে বিনামূল্যে টিকা দিয়ে গেছে।
উক্ত বিষয়ে সাভার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো: শওকত আলীর কাছে জানতে চাইলে প্রতিদিনের কাগজ প্রতিবেদক-কে তিনি বলেন,বাংলাদেশ থেকে পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ লক্ষ্যে গত ১ অক্টোবর থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে।তাহারি ধারাবাহিকতায় সাভার উপজেলার ১২টি ইউনিয়নে বিনামূল্যে ছাগল ও ভেড়ার পিপিআর রোগের টিকাদান (২য় ডোজ) কর্মসূচী দেওয়া হচ্ছে যা চলবে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত। এরই অংশ হিসেবে ধামসোনা ইউনিয়নের পলাশবাড়ীট বাশবাড়ি গ্রামে ৪০০টির বেশি ছাগলকে ফ্রিতে টিকা দিয়ে টিকা দেওয়া হয়েছে।
এবিডি.কম/শিরিন