মজনু ভুইয়া বিশেষ প্রতিনিধি।। ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের চরমেগচামীতে সম্প্রতি গড়ে ওঠা কার্বন ফ্যাক্টরি বন্ধের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) সকাল ১১টার সময় চরমেগচামী থেকে যাদবপুর রাস্তার চরমেগচামী মোড়ের ফ্যাক্টরি এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পাটকাঠি আগুনে পুড়িয়ে কয়লা তৈরি করার সময় চারদিকে কালো ধোঁয়ায় অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়,ফলে কারখানার উৎপাদন বন্ধের দাবিতে মানববন্ধনে বক্তব্য রাখেন মেগচামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবিরউদ্দিন শেখ সাব্বির,কামরুল ইসলাম মৃধা ডিয়াই,নূর হোসেন খান রুমি,শেখ রোকনুজ্জামান ভট্ট, আব্দুল মান্নান মিয়া,সাইফুল শিকদার,আওলাদ হোসেন খান।
এসময় বক্তারা বলেন,অবৈধভাবে গড়ে ওঠা কার্বন ফ্যাক্টরি কালো ধুয়ার কারণে এলাকার ফসলের ক্ষতি হচ্ছে। এবং এ এলাকার মানুষের মধ্যে দেখা দিয়েছে নানা ধরনের অসুস্থতা,এমন চলতে থাকলে ভবিষ্যতে পরিবেশের উপর ভয়াবহ বিপর্যয় নেমে আসবে।
এছাড়া এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায় পরিবেশ অধিদপ্তরের কোন অনুমতি না নিয়েই গড়ে তুলেছে এই মানুষ মারার এই মরণ ফাঁদ এখনই যদি এই পরিবেশের ক্ষতি করা এই কার্বন ফ্যাক্টরি বন্ধ করা না করা হয় তাহলে এলাকাবাসী বড় ধরনের শারীরিক ও আর্থিক ভাবে ক্ষতির সম্মুখি হবেন।
উক্ত বিষয়ে মেগচামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সাবির উদ্দিন শেখ (সাব্বির) এর কাছে জানতে চাইলে তিনি আমাদেরবাংলাদেশ ডটকম প্রতিবেদক -কে বলেন কারখানারটির পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র নেই। এরজন্য এটি বন্ধ রাখা উচিত। কারখানাটির কালো ধোঁয়ায় এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। বাড়ছে শ্বাসকষ্ট-সহ বিভিন্ন রোগের প্রকোপ।