অনলাইন ডেস্ক : ইসরায়েলি হামলায় বেইরুতের কেন্দ্রস্থলে একটি আটতলা আবাসিক ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এতে ১১ জন নিহত ও ২০ জনেরও বেশি আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সিভিল ডিফেন্স এই হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে। খবর আল জাজিরা
শনিবার সকালে, ঘনবসতিপূর্ণ বাস্তা এলাকায় পাঁচটি ক্ষেপণাস্ত্র দিয়ে ভবনটি পুরোপুরি ধ্বংস করা হয়। এটি এই সপ্তাহে কেন্দ্রীয় বেইরুতে চতুর্থ হামলা। এছাড়া বেইরুতের দক্ষিণবর্তী হাদাত এবং চৌইফাত এলাকাতেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের টাইর শহরের সৈকতে ইসরায়েলি ড্রোন হামলা চালিয়ে দুই জেলেকে হত্যা করা হয়েছে।
ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাতের জেরে পরিচালিত পূর্ববর্তী হামলাগুলোতে বেশ কয়েকজন শীর্ষ হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছেন, তাদের মধ্যে সংগঠনটির নেতা হাসান নাসরাল্লাহও রয়েছেন।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েই যাচ্ছে। সেপ্টেম্বর মাস থেকে তাদের অভিযান তীব্রতর হয়েছে।ইসরায়েলি হামলার লেবাননে এখন পর্যন্ত ৩ হাজার ৫শরও বেশি মানুষ নিহত এবং দশ লাখেরও বেশি মানুষ তাদের ঘর-বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে।