আহমেদ সাজু (সখীপুর) টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। বুধবার(৫ নভেম্বর)বাংলাদেশ সেনাবাহিনীর অর্থায়নে সখীপুর উপজেলার বিভিন্ন অঞ্চলের মানুষের মাঝে এ সেবা দেওয়া হয়।
সকাল আনুমানিক ১০টা থেকে সখীপুর সরকারি কলেজ ছাত্রাবাসের অস্থায়ী সেনা ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সরবরাহ করা হয়।বাসাইল অস্থায়ী সেনা ক্যাম্পের তত্ত্বাবধানে সেনাবাহিনীর ৯৮ কম্পোজিট ব্রিগেডের ব্যবস্থাপনায় এবং ২৪ ইস্ট বেঙ্গলের পরিচালনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় প্রায় উপজেলার অন্তত শতাধিক রোগীকে চিকিৎসাসেবা শেষে, বিনামূল্যে ঔষধ দেওয়া হয়।
সেনাবাহিনীর এমন মানবিক কার্যক্রম উপজেলার প্রান্তিক পর্যায়ের গরিব- দুস্থ জনগোষ্ঠীর চিকিৎসা সেবা সহজতর করার লক্ষ্যে এমন উদ্যাগ।উপজেলার সাধারণ জনগণের মাঝে সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে।
স্থানীয়রা মনে করে, এ ধরনের চিকিৎসাসেবা কার্যক্রম নিয়মিত হলে, আমরা গ্রামীণ ও প্রান্তিক পর্যায়ের বঞ্চিত জনগোষ্ঠী চিকিৎসা সেবা পাবো।বাংলাদেশ সেনাবাহিনীর একটি মেডিকেল টিম স্বাস্থ্যসেবা প্রদান করে। এ সময় অস্থায়ী মেডিকেল ক্যাম্প থেকে সাংবাদিকের জানান,এটি বাংলাদেশ সেনাবাহিনীর চলমান প্রক্রিয়া। ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।