- প্রকাশের সয়ম :
সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
-
১৬
বার দেখা হয়েছে

রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) ভোরের দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। পরে তাদের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, আজ ভোর ৫টা ৪০ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে— মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। পরে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরো বলেন, তবে বাসে কীভাবে আগুন লেগেছে তা আমরা জানি না। এখনো আমাদের কাছে এই বিষয়ে কোনো তথ্য আসেনি। এ ছাড়া কেউ হতাহত হয়েছে, এমন তথ্যও পাওয়া যায়নি।
Please Share This Post in Your Social Media