বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে। তিনি বর্তমানে এভারকেয়ার হাসপাতালের কেবিনে চিকিৎসা নিচ্ছেন।মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শাহাবুদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেন। রোববার (২৩ নভেম্বর) রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে গুলশানের বাসভবন থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। পরে মেডিকেল বোর্ডের পরামর্শে খালেদা জিয়াকে ভর্তি রেখে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা চালিয়ে যাওয়া হচ্ছে।
ডা. শাহাবুদ্দিন তালুকদার জানান, শারীরিক অবস্থায় উন্নতি হলেও এখনই বাসায় নেওয়ার মতো পরিস্থিতি হয়নি। আরও কয়েকদিন তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে। এদিকে লন্ডন থেকে তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান নিয়মিত তার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিচ্ছেন। ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। এর আগে গত ১৫ অক্টোবর তিনি একদিনের জন্য হাসপাতালে ভর্তি হয়ে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন। দীর্ঘদিন ধরে খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের নানা জটিল সমস্যায় ভুগছেন।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, নেত্রীর শারীরিক অবস্থা নিয়ে দলের ভেতরে উদ্বেগ থাকলেও চিকিৎসকদের পরামর্শই চূড়ান্ত ধরা হচ্ছে। তারা খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।