নিজস্ব প্রতিবেদক।। সাভার মডেল থানার সাভার ফিরিঙ্গিকান্দা এলাকায় অভিযান চালিয়ে ৬০ লিটার চোলাই মদসহ ১জন মাদক ব্যবসায়ী-কে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৬ নভেম্বর) ১১টার সময় এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের এস আই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব। এসময় তিনি বলেন গতকাল মঙ্গলবার রাত ১০টা ৩০ মিনিটের সময় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন স্যার এর নেতৃত্বে আমার সংগীয় অফিসার ও ফোর্সসহ সাভার মডেল থানার সাভার ফিরিঙ্গিকান্দা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬০ লিটার চোলাই মদসহ ১জন মাদক ব্যবসায়ী-কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি’রা হলো: (১) মোঃ দুদু মিয়া (৬৫),পিতা-মৃত আঃ হাসিম,মাতা-মৃত আরজু বেগম,গ্রাম-ফিরিঙ্গিকান্দা,থানা-সাভার মডেল,জেলা-ঢাকা।
উক্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশেরা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন,ঢাকা জেলার পুলিশ সুপার বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন এডহক কমিটি’র সাধারণ সম্পাদক মোঃ আনিসুজ্জামান স্যার ও অতিরিক্ত পুলিশ সুপার,ডিবি মহরম আলী স্যার এর নির্দেশে বিভিন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। এছাড়া গ্রেফতারকৃত আসামির কাছ থেকে ৬০ লিটার চোরাই মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় তাহাকে আদালতে পাঠানো হয়েছে।
এবিডি.কম/শিরিনা