নিজস্ব প্রতিবেদক।। ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে দেশবাসী ও প্রবাসীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আমাদেরবাংলাদেশ.কম-এর প্রধান উপদেষ্টা এবং বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ জাহাঙ্গীর হোসাইন।
বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,পুরানো বছরের সকল গ্লানি,ব্যর্থতা ও জরাজীর্ণতাকে পেছনে ফেলে নতুন উদ্দীপনায় এগিয়ে যাওয়ার নামই নববর্ষ। বর্তমানে পবিত্র সৌদি আরবের রিয়াদে অবস্থানরত এই সমাজসেবক আরও বলেন,অতীতের সকল গ্লানি ও ব্যর্থতা মুছে ফেলে নতুন বছর আমাদের জীবনে নিয়ে আসুক অনাবিল আনন্দ ও শুভ্রতা। বাংলাদেশসহ বিশ্বের প্রতিটি মানুষ যেন ২০২৬ সালে সুন্দর ও নিরাপদ জীবন অতিবাহিত করতে পারে,মহান আল্লাহর কাছে সেই প্রার্থনাই করি।”
তিনি আরও উল্লেখ করেন,প্রবাসে থাকলেও তার মন সব সময় দেশের মানুষের কল্যাণ চিন্তায় নিবেদিত। নতুন বছরে দেশের উন্নয়ন ও আর্তমানবতার সেবায় নিজেকে আরও সক্রিয়ভাবে নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পরিশেষে,তিনি দেশবাসীর সুস্বাস্থ্য,দীর্ঘায়ু ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
এবিডি.কম/রাজু