ছামি হায়দার,ফেঞ্চুগঞ্জ প্রতিনিধিঃ কুলাউড়ার বরমচালে চলছে খেলোয়াড় কল্যাণ সমিতি ফুটবল টুর্নামেন্ট। বুধবার বিকালে সেমিফাইনালে ম্যাচে মাঠে নামে ফেঞ্চুগঞ্জ ন্যাশনাল স্পোর্টিং ক্লাব ও রাজনগরের সবুজ বাংলা স্পোর্টিং ক্লাব। সেমিফাইনালের গুরুত্বপূর্ণ খেলা উপভোগ করতে জড়ো হোন হাজার হাজার দর্শক।
খেলার শুরুতে ১-১ গোলে সমতা থাকলেও পরে ন্যাশনাল স্পোর্টিং ক্লাবের ফুটবল নৈপুণ্যে পিছে পড়ে যায় সবুজ বাংলা স্পোর্টিং ক্লাব। ৩-১ গোলের জয় লাভ করে ফেঞ্চুগঞ্জ ন্যাশনাল স্পোর্টিং ক্লাব। হাজার হাজার দর্শকদের উল্লাস আর করতালিতে মূখর হয়ে উঠে পুরো এলাকা। বিজয়ের উল্লাসে মেতে উঠে ফেঞ্চুগঞ্জবাসী।