অনলাইন ডেস্ক::
‘ট্র্যাফিক সপ্তাহ’ ও ‘ট্র্যাফিক সচেতনতা পক্ষ’ পালন করলেও তার খুব একটা প্রভাব রাস্তায় নেই। পথচারীদের অসহযোগিতা ও চালকদের বেপরোয়া আচরণের কারণে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরছে না বলছে ডিএমপি’র ট্রাফিক বিভাগ। ১৫ জানুয়ারি থেকে শুরু হওয়া ‘ট্র্যাফিক সচেতনতা পক্ষ’ শেষের পথে। কিন্তু দৃশ্যমান তেমন অগ্রগতি নেই ট্র্যাফিক ব্যবস্থাপনায়। গেল বছরের জুলাইয়ে বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায়, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। এতে রাস্তায় শৃঙ্খলা ফেরাতে নানা উদ্যোগ নেয় পুলিশ। কয়েক দফা ট্র্যাফিক সপ্তাহ পালনের পর ১৫ জানুয়ারি থেকে শুরু হয় ‘ট্র্যাফিক সচেতনতা পক্ষ’।নির্দিষ্ট স্থানে বাস দাঁড়ানো ও গেট বন্ধ করে চলাচলের নিয়ম থাকলেও তা মানছেন না কেউ। যাত্রীরা বাসে চড়ছেন যত্রতত্রভাবে। সেই সঙ্গে জেব্রা ক্রসিং দিতে রাস্তা পারাপার হতে পথচারীদের বারবার সচেতন করা হলেও বেশিরভাগই মানছেন না সাধারণ মানুষ।এক ট্র্যাফিক সার্জেন্ট বলেন, সব পক্ষ সচেতন না হলে শৃঙ্খলা আনা সম্ভব না। গাড়ির সংখ্যা অনেক, ছোট শহরে মানুষও অনেক। সবার ভেতরে সচেতনতা বোধ না হলে শুধু আমরা ঠিক করতে পারবো না, নিজে আইন মানা এবং অন্যকে মানার জন্য উৎসাহী করতে হবে, তাহলে ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনা সম্ভব।