সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে চট্টগ্রামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র্যাব।
রোববার রাতে মো. জাহিদুল ইসলামকে (২০) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাশকুর রহমান।
গ্রেপ্তার জাহিদ শেখেরখীল ইউনিয়নের মৌলভীপাড়ার মো. ইসহাকের ছেলে।
মো. মাশকুর রহমান বলেন, ‘এই যুবক দীর্ঘদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে এবং আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে আপত্তিকর প্রচারণা চালিয়ে আসছিল। ফেসবুকে তার কার্যক্রম নজরদারি করে তাকে রোববার রাতে গ্রেপ্তার করা হয়।’
গ্রেপ্তার জাহিদুলকে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে জানিয়েছে র্যাব।