অমিত কর্মকার,লোহাগাড়া প্রতিনিধি।।লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের নারিশ্চা গ্রামের চাকমার জোন এলাকায় কাদা মাটিতে আটকে পড়া বন্য হাতিটি ৯ নভেম্বর উদ্ধার করেন বন বিভাগের কর্মকর্তারা। উদ্ধারের পর হাতিটি নির্দিষ্ট জায়গায় রেখেছিলাম। হাতিটি একটি বাচ্চা প্রসব করেছিল। ডলু বন বিট কর্মকর্তা মোবারক হোসেনের দেয়া তথ্য মতে হাতিটি ছিল বয়স্ক এবং বাচ্চা প্রসবের পর দূর্বল হয়ে পড়ে। এছাড়া হাতিটি গ্যাংগ্রিন রোগে আক্রান্ত হয়েছিল। তারপরও কাদা থেকে উদ্ধার করে চিকিৎসা সেবা দেয়ার পরও ১০ নভেম্বর ভোরে মারা যায়।