নিজস্ব প্রতিবেদক।। যশোর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের মধুগ্রাম এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পাঁচটি বিদেশি পিস্তল,দশটি ম্যাগজিন ও ৫০ রাউন্ড গুলি,৪কেজি ৫০০গ্রাম গাঁজাসহ ১জন মাদক ব্যবসায়ী-কে গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (৩০ নভেম্বর) দুপুর ১টার সময় পুলিশ সুপারের কার্যালয় প্রেসবিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন যশোর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। এসময় তিনি বলেন গতকাল শনিবার গভীর রাতে মধুগ্রামে লিটন গাজীর বাসায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম।গ্রেফতারকৃত আসামি'রা হলো: (১) মো: লিটন গাজী (৪০) গ্রাম সুজলপুর,থানা কোতোয়ালী মডেল,জেলা যশোর।
পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম আরও বলেন,গ্রেফতারকৃত লিটন গাজীর বাসায় অভিযান চালিয়ে তার ঘরের মধ্যে বঙ্খাটের মধ্যে লুকিয়ে রাখা ৭ পয়েন্ট ৬৫ মডেলের পাঁচটি বিদেশি পিস্তল,দশটি ম্যাগজিন,৫০ রাউন্ড গুলি এবং ৪কেজি ৫০০গ্রাম গাঁজাসহ উদ্ধার করা হয়েছে। এছাড়া তিনি একজন অবৈধ অস্ত্র ব্যবসায়ী। উদ্ধার হওয়া অস্ত্র চট্টগ্রাম, কক্সবাজারে পাঠানোর জন্য নিজের কাছে রেখেছিলেন লিটন গাজী। এসব অস্ত্র বেনাপোল সীমান্ত দিয়ে তার কাছে এসেছে। তিনি তার এক ব্যবসায়ী পার্টনারের কাছে এসব অস্ত্র গুলো পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি এর আগেও কক্সবাজারে একাধিক অস্ত্রের চালান পাঠিয়েছেন বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এছাড়া তার সহযোগীদের শনাক্ত করতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উক্ত বিষয়ে যশোর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক ভুঞা এর কাছে জানতে চাইলে তিনি বলেন,যশোর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম স্যার এর নির্দেশে বিভিন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। এছাড়া গ্রেফতারকৃত আসামির ঘরের মধ্যে অভিযান চালিয়ে বঙ্খাটের মধ্যে লুকিয়ে রাখা ৭ পয়েন্ট ৬৫ মডেলের পাঁচটি বিদেশি পিস্তল,দশটি ম্যাগজিন,৫০ রাউন্ড গুলি এবং ৪কেজি ৫০০গ্রাম গাঁজাসহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় তাহাকে আদালতে পাঠানো হয়েছে।
এছাড়া প্রেস কনফারেন্সে সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবুল বাশার,অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) রুহুল আমিন,অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) আহসান হাবীবসহ প্রমুখ।
এবিডি.কম/ জাহাঙ্গীর আলম রাজু
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম