
নিজস্ব প্রতিবেদক।। ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনসিপি) ও জামায়াত সমর্থিত জোটের প্রার্থী দিলশানা পারুল তাঁর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তিনি মাঠের লড়াইয়ে নামেন।প্রচারণার শুরুতে দিলশানা পারুল ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এসময় তিনি বলেন,১৯৭১-এর মুক্তিযোদ্ধা এবং জুলাইয়ের আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছেন, তাঁদের স্মৃতিকে ধারণ করেই আমরা এগিয়ে যেতে চাই।
এছাড়া স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর আগে তিনি জোটের সমর্থন নিয়ে প্রার্থিতা প্রত্যাহার করা জামায়াত নেতা আফজাল হোসেনের দোয়া নেন। জামায়াত নেতার দোয়া নেওয়াকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন,আফজাল হোসেন একজন বিজ্ঞ ও শ্রদ্ধাশীল নেতা। জোটের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে এবং স্থানীয় ভাবেও আমরা ঐক্যবদ্ধ।সাংবাদিকদের সাথে আলাপকালে দিলশানা পারুল সাভার-আশুলিয়ার উন্নয়নে তাঁর সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার বিষয়ে তিনি বলেন আমি নির্বাচিত হলে প্রথম ১০০ দিনের মধ্যেই সাভার-আশুলিয়া থেকে সন্ত্রাস,দখলদারিত্ব ও চাঁদাবাজি বন্ধ করবো।
এছাড়া রাস্তার পাশের ময়লার ভাগাড় অপসারণ করে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং জামগড়সহ চলাচলের অনুপযোগী সড়কগুলো দ্রুত সংস্কারের প্রতিশ্রুতি দেন। বংশী ও তুরাগ নদীর দূষণ রোধে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করা,যাতে নদীর পাড় বিনোদন ও স্বাস্থ্যসম্মত বসবাসের উপযোগী হয়। এছাড়াও শিল্পাঞ্চল হিসেবে এই এলাকাকে শ্রমিক-মালিক ও রাজনৈতিক নেতৃত্বের সমন্বয়ে একটি নিরাপদ কর্মক্ষেত্র হিসেবে গড়ে তোলার আশ্বাস দেন।
ঢাকা-১৯ আসনে প্রথম নারী প্রার্থী হিসেবে দিলশানা পারুল নারী ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে দাবি করেন। তিনি বলেন,মাঠে নামার পর মানুষের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা স্পষ্ট দেখেছি। বিশেষ করে ‘হ্যাঁ ভোট’ প্রচারণায় সাধারণ মানুষের আগ্রহ আমাকে আশাবাদী করেছে।”প্রচারণার সময় এনসিপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতাকর্মীরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। জোটের অন্যান্য দলের সরাসরি অংশগ্রহণ এই কর্মসূচিতে না থাকলেও কেন্দ্রীয় পর্যায়ে সর্বোচ্চ সমন্বয় ও সহযোগিতা রয়েছে বলে জানান এই প্রার্থী।
এবিডি.কম/জাহাঙ্গীর আলম রাজু
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম