
নিজস্ব প্রতিবেদক।। বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক ও আধুনিকতার অগ্রদূত মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০২তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) সকালে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে কবির জন্মস্থানে জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে সাগরদাঁড়ির ‘মধুপল্লী’তে স্থাপিত মহাকবির আবক্ষ ভাস্কর্যে যশোর জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে কবির জীবন ও সাহিত্যকর্ম নিয়ে সাগরদাঁড়ির মধুমঞ্চ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যশোরের জেলা প্রশাসক আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কবির সাহিত্য দর্শনের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়। সভায় বক্তারা বলেন,মাইকেল মধুসূদন দত্ত কেবল একজন কবি ছিলেন না,তিনি ছিলেন বাংলা সাহিত্যের এক বিপ্লবী পুরুষ,যিনি শিকল ভেঙে নতুনত্বের সূচনা করেছিলেন।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন: জাহিদ হাসান টুকুন,সভাপতি,যশোর প্রেসক্লাব। ড. মোস্তাফিজুর রহমান,সাবেক বিভাগীয় প্রধান,যশোর এম এম কলেজ। মোফাজ্জল হোসেন,সহযোগী অধ্যাপক, যশোর সরকারি মহিলা কলেজ। খসরু পারভেজ,বিশিষ্ট মধুসূদন গবেষক।
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন কেশবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান,অতিরিক্ত জেলা প্রশাসক খান মাসুম বিল্লাহ,প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক মহিদুল ইসলামসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মহাকবির ২০২তম জন্মবার্ষিকী স্মরণে প্রকাশিত বিশেষ স্মারক গ্রন্থ ‘সনেট’-এর মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। এরপর বিভিন্ন প্রতিযোগিতার (রচনা, চিত্রাঙ্কন, আবৃত্তি ও কুইজ) বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় সামাজিক দায়বদ্ধতা থেকে আটজন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।
উল্লেখ্য, ১৮২৪ সালের ২৫ জানুয়ারি সাগরদাঁড়ির বিখ্যাত দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন এই মহাকবি। তাঁর পিতা রাজনারায়ণ দত্ত ও মাতা জাহ্নবী দেবী। ১৮৫৩ সালে খ্রিস্টধর্ম গ্রহণের পর তাঁর নামের সঙ্গে ‘মাইকেল’যুক্ত হয়। মেঘনাদবধ কাব্য’ততিলোত্তমা সম্ভব কাব্য’, ‘বীরাঙ্গনা’ ও ‘চতুর্দশপদী কবিতাবলী’র মতো কালজয়ী সৃষ্টির মাধ্যমে তিনি বাংলা সাহিত্যকে বিশ্বদরবারে সম্মানের আসনে বসিয়েছেন। ১৮৭৩ সালের ২৯ জুন এই মহান কবির জীবনাবসান ঘটে।
এবিডি.কম/জাহাঙ্গীর আলম রাজু
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম