
নিজস্ব প্রতিবেদক।। সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে রাজধানীর ফার্মগেটে নতুন কার্যালয়ে যাত্রা শুরু করেছে দৈনিক প্রতিদিনের কাগজ। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পত্রিকাটির আধুনিক ও গতিশীল সংবাদ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) ড. মোঃ আশরাফুর রহমান। এসময় তিনি বলেন,বর্তমান সময়ে দায়িত্বশীল ও অনুসন্ধানী সাংবাদিকতার প্রয়োজনীয়তা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। সত্য প্রকাশে আপসহীন থাকা এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর তুলে ধরাই একটি গণমাধ্যমের মূল দায়িত্ব। তিনি আরও বলেন, সাংবাদিকতা কেবল খবর প্রকাশ নয়,এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি একটি গভীর দায়বদ্ধতা। কর্তৃপক্ষের প্রত্যয়
পত্রিকাটির সম্পাদক মোঃ খায়রুল আলম রফিকের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে সম্পাদকীয় নীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। সম্পাদক তার বক্তব্যে বলেন,ফার্মগেটের এই নতুন কার্যালয় থেকে আমরা আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনায় সংবাদ পরিবেশন করব। অন্যায়, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের আপসহীন অবস্থান অব্যাহত থাকবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:মোহাম্মদ নূরে আলম বিপিএম,পুলিশ সুপার ও ব্যারিস্টার সায়েম রেজা।
এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম-সম্পাদক সাইফুদ্দিন চৌধুরী জুয়েল,ফজলুল করিম ভূইয়া টিপু,নির্বাহী সম্পাদক মোঃ মতিউর রহমান, বার্তা সম্পাদক খাইরুল ইসলাম আল আমিন, সহকারী সম্পাদক জাহাঙ্গীর আলম তপু, মোহাম্মদ মতিউর রহমান খান,সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের সহকারি পরিচালক (আইন) মোহাম্মদ আলী আবির, সহযোগী সম্পাদক খাইরুল কবীর সায়মন, উপ-সম্পাদক সিয়াম রশিদ,আবাসিক সম্পাদক মোঃ মনির হোসেন, নগর সম্পাদক অনিক খান ডিজিটাল ইনচার্জ মারুফ বিল্লাহ, স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম রাজু,স্টাফ রিপোর্টার কক্সবাজার মনসুর আলম মুন্নাসহ পত্রিকাটির বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও গণমাধ্যম কর্মীবৃন্দ।
আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা খলিলুর রহমান মিসবাহ। এরপর আমন্ত্রিত অতিথিরা নতুন অফিসের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এবিডি.কম/শিরিন আলম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম