জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ ঘোষণা করা হবে। এই রায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে। সোমবার সকালে দুইজন প্রসিকিউটর এ তথ্য জানান। প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম জানান, আজকের রায় বিটিভি সরাসরি দেখাবে।
প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রচার হবে। এই মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আসামি আটজন। তাদের মধ্যে হাবিবুরসহ চার আসামি পলাতক।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম