
সোহেল কবির, স্টাফ রিপোর্টার: ‘সত্যের পক্ষে সাংবাদিকতার শক্তি’—এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল প্রেসক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন ও ৩৬ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার দিনব্যাপী পূর্বাচল সি শেল পার্ক রিসর্টে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রেসক্লাবের যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে অতিথিরা নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন। এতে সময় টিভির সাংবাদিক মো. রাশেদুল ইসলাম সভাপতি এবং দেশ টিভির সাংবাদিক রাসেল মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন— সহ-সাধারণ সম্পাদক একুশে টিভির সাংবাদিক রবিউল ইসলাম,সিনিয়র সহ-সভাপতি এমএস ডালিম সহ-সভাপতি জাগো নিউজ২৪-এর নাজমুল হুদা ও ডেইলি অবজারভারের সাংবাদিক শাহেল মাহমুদ সাংগঠনিক সম্পাদক বৈশাখী টিভির সাংবাদিক
আতাউর রহমান সানী,সহ-সাংগঠনিক সম্পাদক বাংলা টিভির সোহেল কিরন, এটিএন বাংলার রাজু আহমেদ ও সকালের সময়-এর আনিছুর রহমান এ ছাড়া অর্থ সম্পাদকস্বপন মিয়া,দপ্তর সম্পাদক বাংলাদেশের খবর-এর নূরে আলম ভুঁইয়া আকাশ, সাহিত্য সম্পাদক মহিউদ্দিন মিয়া, সাংস্কৃতিক সম্পাদক রিজবি আহমেদ এনামুল, সহ-সাংস্কৃতিক সম্পাদক সোহেল মিয়া, সমাজকল্যাণ সম্পাদক সোহেল কবির দৈনিক আলোকিত সকাল ,প্রচার সম্পাদক,শাওন গাজী,ক্রীড়া সম্পাদক শরিফ ভূঁইয়া, প্রকাশনা সম্পাদক,সাজিদুর রহমান,ধর্ম সম্পাদক মো. হাফেজ মোমেন,সহ-ধর্ম সম্পাদক মাহাবুবুর রহমান, আইন সম্পাদক নুর আলম,স্বাস্থ্য সম্পাদক মাইনুল ইসলাম,কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন— মিজানুর রহমান, শান্ত মিয়া, হারুনুর রশিদ, রিপন মিয়া, মনির হোসেন, মোহাম্মদ জয়নাল হোসেন, মোহাম্মদ শাহিন মিয়া, মো. মারুফ মিয়া, মো. জিহান মিয়া, শাহরিয়ার কবির ও অ্যাডভোকেট মাসুম আহমেদ। এ নিয়ে মোট ৩৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক মানবকণ্ঠের সম্পাদক শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবকণ্ঠের সিইও সৌরভ হাসান সজীব, পূর্বাচল প্রেসক্লাবের উপদেষ্টা হানিফ মোল্লা, জনকণ্ঠের ডেপুটি চিফ রিপোর্টার ইসরাফিল ফরাজী, সময় টিভির জ্যেষ্ঠ বার্তাকক্ষ সম্পাদক তৌফিক মাহমুদ, এটিএন বাংলার অনলাইন ও ডিজিটালের নিউজ এডিটর আল-ইমরান, রূপগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক সাত্তার আলী সোহেল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক নেতৃবৃন্দ। এ ছাড়া কালের কণ্ঠের সাংবাদিক আহমেদ রাসেল, যমুনা টিভির সাংবাদিক জয়নাল আবেদীন জয়, একাত্তর টিভির সাংবাদিক রিয়াজ হোসেন, জিটিভির সাংবাদিক আশিকুর রহমান হান্নান, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক জাহাঙ্গীর আলম হানিফসহ আরও অনেক সাংবাদিক অনুষ্ঠানে অংশ নেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, পূর্বাচল প্রেসক্লাব স্থানীয় সাংবাদিকদের জন্য একটি পেশাদার, নিরপেক্ষ ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং সামাজিক উন্নয়নে ক্লাবটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। নবনির্বাচিত সভাপতি মো. রাশেদুল ইসলাম বলেন, “সাংবাদিকদের ঐক্যই আমাদের শক্তি। পেশাদারিত্ব, নৈতিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই হবে পূর্বাচল প্রেসক্লাবের মূল লক্ষ্য। সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ বলেন, “স্থানীয় সমস্যা, জনস্বার্থ ও উন্নয়নমূলক বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরতে পূর্বাচল প্রেসক্লাব সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধনী আয়োজনের সমাপ্তি ঘটে। স্থানীয় সাংবাদিকরা পূর্বাচল প্রেসক্লাবের যাত্রাকে স্বাগত জানিয়ে এটিকে সাংবাদিকদের জন্য একটি নতুন দিগন্ত হিসেবে দেখছেন।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম