রাজধানীর যাত্রাবাড়ী থানা পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে শফিকুল ইসলাম (৪২) নামে এক কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে ফাঁড়ির ওয়াশরুম থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, দীর্ঘদিনের মানসিক বিষণ্নতা ও হতাশা থেকেই তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। শফিকুল ইসলামের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব থানার মৌটুপী গ্রামে। তিনি ওই এলাকার মান্নান মল্লিকের ছেলে। শফিকুল ইসলাম ২০০৩ সালে পুলিশ সার্ভিসে যোগ দেন এবং যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
আত্মহত্যার আগে রাত ৩টা ২৫ মিনিটে তিনি বড় মেয়েকে মোবাইলে একটি বার্তা পাঠান, যার মধ্যে লিখেছিলেন, আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না। আমাকে ক্ষমা করে দিও। জুনায়েদ ও জিহাদকে দেখে রেখো। পরবর্তীতে মেয়ে তাকে ফোন করলে তিনি আর রিসিভ করেননি।
শফিকুল ইসলামের সম্পর্কীয় (স্ত্রীর বড় ভাই) আব্দুল হান্নান জানান, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন বিষয় নিয়ে মানসিক ডিপ্রেশনে ভুগছিলেন।
যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রাসেল জানান, ফাঁড়ির ওয়াশরুমে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। পরে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম