
নিজস্ব প্রতিবেদক।। সাভারে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা সমিতির উদ্যোগে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান,পুনর্মিলনী এবং নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকালে সাভারের হেমায়েতপুর সংলগ্ন জোরপুল এলাকার'লাজ পল্লী কনভেনশন হলে'এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে সমিতির পক্ষ থেকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা তুলে দেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য এবং হরিণাকুন্ডু উপজেলা সমিতির সভাপতি ড. মোঃ আব্দুল মজিদ ও সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দীন।
বৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে আগামী দুই বছর মেয়াদের জন্য সমিতির ৪১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে সর্বসম্মতিক্রমে ড. মোঃ আব্দুল মজিদ-কে পুনরায় সভাপতি এবং নাসির উদ্দীন-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। আনন্দঘন পুনর্মিলনী বৃত্তি প্রদান ও আলোচনা সভা শেষে সমিতির সদস্যদের নিয়ে এক বর্ণাঢ্য পুনর্মিলনী ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়। দিনভর নানা ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মেতে ওঠেন সাভার ও ঢাকার বিভিন্ন প্রান্তে থাকা হরিণাকুন্ডু উপজেলার বাসিন্দারা। অনুষ্ঠানে বক্তারা বলেন,এ ধরনের উদ্যোগ নিজ অঞ্চলের মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের আগামীর পথ চলায় সহায়ক ভূমিকা পালন করবে।
এবিডি.কম/জাহাঙ্গীর আলম রাজু
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম