সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি।। মুন্সিগঞ্জের সিরাজদিখানে যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে মুন্সিগঞ্জ ১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ মো.আব্দুল্লাহ তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
বুধবার( ২৪ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলার কেয়াইন ইউনিয়নের শুলপুরে অবস্থিত সম্প্রদায়ের গির্জায় গিয়ে এ শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন গির্জার ফাদার লিংকন মিসায়েল কস্তা,মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, কেয়াইন ইউনিয়ন বি এন পির সভাপতি নাছিম খান,সাংগঠনিক সম্পাদক শোয়েব আহমেদ সুজন, সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজিজুল ইসলাম, সহ বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, এসময় শেখ মো.আব্দুল্লাহ বলেন কে মুসলমান, কে হিন্দু, কে খ্রিষ্টান বড় বিষয় নয় আমাদের চামড়া এক রক্তের রং এক আমরা সবাই মিলে মিশে আছি মিলে মিশে থাকবো।
তিনি আরো বলেন আমি যদি এম পি হতে পারি গির্জার সামনে খেলার জন্য যে মাঠ আছে তা ভরাট করে দেব, যদি তাদের স্কুল প্রয়োজন হয় করে দিব। ইতিহাস থেকে জানা যায় ৩৩৬ খ্রিস্টাব্দে রোম সাম্রাজ্য ( বর্তমান ইতালি) প্রথম যিশুখ্রিস্টের জন্মদিন উদযাপন করা হয়, তারপর ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে পালন হয়ে আসছে এই দিনটি।